প্রয়োজনীয় ওয়েবসাইট যা আপনার প্রতিদিনের কাজকে আরো সহজ করে তুলতে পারে

সেরা ওয়েবসাইট


সেরা ওয়েবসাইট: ওয়েবসাইট সম্পর্কে জানার আগে ইন্টারনেট সম্পর্কে জানা দরকার। ইন্টারনেটের জনক Vinton Gray Cerf এবং ইন্টারনেট ব্যবহার শ্তরু হয় ১৯৮৯ সালে। এবার আসি ওয়েবসাইটে! WWW (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব) ১৯৮৯ সালের দিকে ব্রিটিশ CERN পদার্থবিদ টিম বার্নার্স-লি তৈরি করলেও এর ব্যবহার শ্তরু হয় ৩০ এপ্রিল ১৯৯৩। ইন্টারনেট ব্যবহার করে বিশেষ কিছু দরকারী ওয়েবসাইটের সাহায্যে নিয়ে আমাদের দৈনিক কাজ-কর্ম সহজ করে তুলতে পারি । এই আর্টিকেল (Article) এ  আমরা জানতে চলেছি এমন কিছু দরকারী ওয়েবসাইট, যে সব ওয়েবসাইটের সাহায্যে নিয়ে অনলাইনে জটিল কাজগুলো আরো সহজ ভাবে করা যায়। চলুন শ্তরু করি-

 ১. quora.com এই ওয়েবসাইট আমাদের অনেকের কাছেই পরিচিত।সব চেয়ে বড় প্রশ্ন-উত্তর ফোরাম। প্রশ্ন-উত্তর ছাড়াও আপনার Article এখানে পোস্ট করে খুব সহজেই আপনার ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর নিতে পারবেন। এমন কি Monetization নিয়ে এখান থেকে আয় ও করতে পারবেন।

 ২. canva.com এই ওয়েবসাইট  ডিজাইনের জন্য খুবই জনপ্রিয় ।  Graphic designers, blogger, youtuber ফ্রীতে এই ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

৩. upwork.com সব চেয়ে বড় freelancing  মার্কেটপ্লেস। আপনি যদি একজন দক্ষ  freelancer হয়ে থাকেন তাহলে  এই য়েবসাইটের মাধ্যমে খুব সহজেই কাজ পেয়ে যাবেন। এবং ভাল পরিমাণ আনিং করতে পারবেন।

৪. pdfpro.co   এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোন  pdf file খুব সহজেই অনলাইনে  edit করা যায়।                                                                                                                           

৫. maps.google.com আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের যে কোন জায়গার address খুঁজে বের করতে পারবেন।

৬. wikipedia.org  আপনি  বিশ্বের যে কোন ভাষা  শিখতে এই ওয়েবসাইটের সাহায্যে নিতে পারেন ।

৭. drive.google.com এখানে আপনার প্রয়োজনীয় ফাইল ক্লাউড স্টোরেজে  back up রাখতে পারবেন (১৫ GB পর্যন্ত)  ফ্রীতে 

৮. duolingo.com  এখানে বিশ্বের যে কোন ভাষা  শিখতে পারবেন।

৯. fast.com এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার অফিস বা বাসার ইন্টারনেট  speed check করতে পারবেন।

১০. thunkable.com . Android app  তৈরী করতে কোডিং নলেজের প্রয়োজন হয়। কিন্তু এই সাইটের মাধ্যমে কোডিং নলেজ ছাড়াই Android app তৈরী করতে পারবেন।

১১. everytimezone.com  আপনি  বিশ্বের যে কোন জায়গার সময় এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবেন।

১২. filehippo.com আপনি যত খুশি এই ওয়েবসাইটের মাধ্যমে কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।

১৩. screenshot.guru  এই ওয়েবসাইট আপনাকে যে কোন ব্লগ বা ওয়েবসাইটের screenshot নিতে সাহায্যে করতে পারে ।

১৪. virusscan.jotti.org  এই ওয়েবসাইট টির মাধ্যমে আপনার কম্পিউটার থাকা  virus scaning করে রিমুভ করতে পারবেন।

১৫. copychar.cc  ব্লগার ,ইউটিউবার রা চাইলে special character,smiley,emoji direct copy করে ব্যবহার করতে পারেন এই ওয়েবসাইট থেকে।

১৬. iconfinder.com  যে কোন প্রয়োজনে এখান থেকে  logo ,icon image ব্যবহার করতে পারবেন।

১৭. codecademy.com  কোডিং ভাষা শিখার সেরা ওয়েবসাইট।

১৮. quran.gov.bd  এই ওয়েবসাইট থেকে পবিত্র কুরআন বাংলা অনুবাদ সহ পেয়ে যাবেন।

১৯. unsplash.com  যে কোন প্রয়োজনে কপিরাইট ফ্রী ইমেজ  এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন।

২০. faxzero.com অনলাইনে ফ্রীতে এই ওয়েবসাইট থেকে fax send করতে পারবেন।

২১. grammarly.com  আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ইংলিশ রাইটিং শ্তদ্ধ করতে পারবেন।

২২. homestyler.com এই ওয়েবসাইট থেকে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন করতে পারবেন। Civil

 engineer রা  সাধারণত এই ওয়েবসাইটের সাহায্যে নিয়ে থাকেন।

২৩. kleki.com   আপনি এই সাইটের সাহায্যে নিয়ে drawing, painting খুব সুন্দরভাবে করতে পারবেন।

শেষ কথা: এই  Article আমি তুলে ধরার চেষ্টা করেছি   অনলাইনে কাজগুলোকে  আরো সহজভাবে করতে সাহায্যেকারী বেশ কিছু ওয়েবসাইটের নাম। এবং এই  Article এ নিয়মিত নতুন নতুন সাহায্যেকারী ওয়েবসাইটের পরিচিতি  আপডেট করা হবে  । তাই আপনি নিয়মিত ভিজিট করতে পারেন। Thank you




Next Post
No Comment
Add Comment
comment url